Pages

ব্রেকআপ


“ওহ নো! গড সেভ মি। প্লিজ! আমি ব্রেকআপ চাই না। রনি যেন আমাকে ছেড়ে না চলে যায়! উফ আমি মরে যাব”। এই ধরনের ঘ্যান-ঘ্যান, প্যান-প্যান কা জমানা ইজ গন ইয়ার। ওয়েক আপ টু ব্রেকআপ। আরে ইয়ার, একটা পুরনো ভারি ব্যাগ বয়ে বেড়ানোর চেয়ে, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কিছু দেখলে হয় না! যেখানে এতো অপশনস, সেখানে কারও সঙ্গে না পটলেও তার সঙ্গেই থাকতে হবে? তার হাবিজাবি ফ্যাচাং সহ্য করতে হবে? এমন মাথার দিব্যি তো কেউ দেয়নি। সো, যদি সম্পর্কে খুশি না থাকো তবে ব্রেকআপটা করেই ফেল। দেখবে, দিব্যি ফুরফুরে লাগছে।
এবার প্রশ্ন হল, ডু আই রিয়েলি নিড ব্রেকআপ? ইয়েস, নো বা বুঝতে পারছিনা গোছের উত্তর মনে হচ্ছে কি! তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের সম্পর্কটা ঠিক কেমন। কিন্তু তার জন্য একটু আট-ঘাট বাঁধতে হবে। বেশি কিছু না। জাস্ট কয়েকটা সিম্পল প্রশ্নের উত্তর দিয়ে বেশ আন্দাজ করা যেতে পারে।
তাহলে চলো দেখে নিই আদৌ আমাদের সম্পর্ক ভাঙ্গার দরকার আছে কিনা।